দর বৃদ্ধির শীর্ষে মাইডাস ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৩ ১৪:৩৮:২৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬৪৮ বারে ১৯ লাখ ৮৪ হাজার ২৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৪ হাজার ৭৩ বারে ২২ লাখ ৪৬ হাজার ১৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ফান্ডটি ৬০০ বারে ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৩৫৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ক্রাউন সিমেন্টের ৭.৮৩ শতাংশ,  ইস্টার্ন লুব্রিক্যান্ট ৬.২৫ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৫.১৬ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৪.৫৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল ৪.১৭ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ, নর্দান ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস