দর পতনের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৩ ১৪:৪৫:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৬২ বারে ৮ লাখ ১৪ হাজার ৪৩৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৭ বারে ৯ লাখ ৬৬ হাজার ২৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪৫৪ বারে ১৭ লাখ ৪৭ হাজার ৩১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৫.৮১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৫.২৬ শতাংশ, সামিট পাওয়ারের ৫.১০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৯০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৪.৬২ শতাংশ এবং ইন্ট্রাকোর ৪.৪২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস