জীবন বীমা কর্পোরেশনের সমাপ্ত বছরের হিসাব নিরীক্ষায় দুই ফার্ম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৭ ১৩:৪৯:৫২

জীবন বীমা কর্পোরেশনের ২০২৪ সালের বার্ষিক হিসাব নিরীক্ষার জন্য দুই চাটার্ড একাউন্টেন্টস্ ফার্ম নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দুই প্রতিষ্ঠানকে হিসাব নিরীক্ষা ও প্রত্যয়ন শেষে চূড়ান্ত প্রতিবেদন নিরীক্ষিত আর্থিক বিবরণী, বিস্তারিত নিরীক্ষা প্রতিবেদন এবং গোপনীয় ও ম্যানেজমেন্ট রিপোর্ট আকারে আগামী ১২ জুনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জীবন বীমা কর্পোরেশনে দাখিল করতে বলা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভ্যন্তরীণ, বহিঃনিরীক্ষা ও পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী নিয়োগপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো আজিজ হালিম খায়ের চৌধুরী এবং মসিহ মুহিত হক এন্ড কোং। এতে শর্ত সাপেক্ষে সমাপ্ত বছরের স্থিতিপত্র, লাভ-ক্ষতির হিসাব ও অন্যান্য হিসাব যৌথভাবে নিরীক্ষার জন্য উল্লেখিত দুই প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
পরিপত্রে নিয়োগের শর্তে বলা হয়েছে, বীমা/পুনঃবীমা সংক্রান্ত কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম প্রতিবেদনে প্রতিফলিত হতে হবে; প্রতিবেদনে উল্লিখিত আপত্তির উপর ম্যানেজমেন্ট কর্তৃক ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করতে হবে এবং আঞ্চলিক কার্যালয়সমূহের হিসাব ও এর উপর নিরীক্ষা মন্তব্য প্রণয়ন করতে হবে।
পাশাপাশি প্রতিষ্ঠানের প্রকৃত অনিয়ম ও ত্রুটির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর পর্যালোচনা ও ভুয়া বীমাদারী (যদি থাকে) পরিশোধের ওপর মন্তব্য থাকতে হবে।
পরিপত্রে আরও বলা হয়, বীমাদারী পরিশোধে সংগঠিত অনিয়ম এবং এতদবিষয়ে দায়ী কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিবরণ থাকতে হবে এবং বীমাদাবী সংক্রান্ত কোন মামলা নিষ্পত্তির অপেক্ষায় থাকলে তার পূর্ণ বিবরণ থাকতে হবে।
নিরীক্ষা মন্তব্যের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে প্রমাণ বা বিবরণী থাকতে হবে ও নিরীক্ষাকালে উদঘাটিত অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতির বিষয়ে সুপারিশ থাকতে হবে। নিরীক্ষার সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএফআরএস, কোম্পানী এ্যাক্ট ১৯৯৪, বীমা আইন ২০১০, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ ও দি ইন্স্যুওরেন্স করপোরেশন এ্যাক্ট ১৯৭৩ আইনের বিধি-প্রবিধি অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়াও পরিপত্রে জীবন বীমা কর্পোরেশনের ইন্টারনাল অডিট রিপোর্ট ও এর সুপারিশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রিভিউ প্রতিবেদন, মনিটরিং প্রতিবেদন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনায় আনতে বলা হয়।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












