প্রেম কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। কিন্তু সম্পর্কের গভীরতা ও দীর্ঘসূত্রিতার কারণে এ সম্পর্ক চাইলেই নষ্ট করা যায় না। কারণ অন্যান্য বিষয়ের পাশাপাশি সেটাও নিত্যকার অভ্যেসে পরিণত হয়। কিন্তু সঙ্গী যদি না চায়, তাহলে? সম্প্রতি এ ম্যাঙ্গো নিউজ চ্যানেল একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল।
মূলত ভারতীয় এক প্রেমিক যুগলের স্কাইপের কথোপকোথন নিয়েই ভিডিওটি তৈরি করা হয়েছে। যেখানে প্রেমিক নরেশকে নিত্য চক্রবর্তী নামের এক তরুণী দোষারোপ করে চলেছেন। বলছেন, 'তুমি অত্যন্ত বিরক্তিকর, তোমার সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখতে চাই না। ' নরেশ বলেন, 'তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, সারা জীবন আমার সঙ্গে থাকবে। ' নিত্য বলেন, 'তোমার কোনও অ্যাম্বিশান নেই। কাজেই ভাল হয়, যদি তুমি আমার জীবন থেকে একেবারে সরে যাও। '
এই বলে নিত্য সাইন অফ করে দিচ্ছেন স্কাইপি থেকে। নরেশ আবার ভিডিও কল করে নিত্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'তোমাকে আর কোনও দিন বিরক্ত করব না আমি। আর এটাই তোমার জন্মদিনে আমার উপহার। '
এটা শুনে তখন উদ্বেগ ফুটে ওঠে নিত্যর চোখেমুখে। তিনি বুঝতে পারেন, কঠিন কোনও সিদ্ধান্ত নিয়েছেন নরেশ। তারপরেই ঘটে যায় এক ট্র্যাজেডি। নিজের ঘরের জানলা খুলে নীচে ঝাঁপ দেন নরেশ।
অনেকেই দাবি করছেন, গোটা ব্যাপারটাই সাজানো। নরেশ নামের ওই যুবক আসলে তার এক তলার ঘরে বসে কথা বলছিলেন!