আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৬২ পয়েন্ট বাড়লেও ২ খাতের কোম্পানি শতভাগ দর হারিয়েছে। খাতগুলো হলো- জুট খাত এবং যোগাযোগ খাত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যে দেখা গেছে, এদিন লেনদেন শেষে জুট খাতের ৩টি কোম্পানির দর কমেছে। জুট স্পিনার্স ১০ পয়সা বা দশমিক ১৭ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৬ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৪৩ শতাংশ এবং সোনালী আঁশ ২০ পয়সা বা দশমিক ১০ শতাংশ দর হারিয়েছে।
যোগাযোগ খাতে দেখা গেছে, ২ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিতে ১০ পয়সা বা দশমিক ০৮ শতাংশ এবং গ্রামীণফোনে ২ টাকা ২০ পয়সা বা দশমিক ৭৬ শতাংশ দর কমেছে।
আজ ডিএসইতে ১ হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; যা গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের ২৮ জুলাই সর্বশেষ ডিএসইতে এক হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।