শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
আবারো ওয়ানডে সেরা অলরাউন্ডার সাকিব
প্রকাশিত - জানুয়ারী ১০, ২০১৭ ৬:৫৬ পিএম
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে আবারো শীর্ষস্থান দখল করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে তিনি পেছনে ফেলেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে নিজের অলরাউন্ডার ক্যারিয়ারে ৩৭৭ রেটিং পয়েন্ট যোগ করে সবার ওপরে ওঠেন সাকিব। শীর্ষ থেকে দুইয়ে চলে যাওয়া ম্যাথিউসের বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৫।
তৃতীয় অবস্থানে রয়েছেন আফগানিস্থানের মোহাম্মদ নবী।
তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দুই নম্বর র্যাংকিংয়ে রয়েছেন সাকিব। টি-২০ অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৪০৫ পয়েন্ট নিয়ে তারপরেই সাকিব।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.