[caption id="attachment_35500" align="alignright" width="514"] নমুনা ছবি[/caption]
যশোরে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল ওরফে রনি (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রনি চৌগাছা উপজেলার মাঠপাড়া এলাকার কুমর আলীর ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার ভোরে জগহাটি এলাকায় দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)এম মশিউর রহমান বলেন, রনি বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।