সামনেই মুক্তি পেতে চলেছে দীপিকা পাডুকোন অভিনীত হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। তার আগে লন্ডনে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার সমস্ত কলাকুশলীরা। ভিন ডিজেল থেকে শুরু করে রুবি রোজ, নিনা ডোবরেভরা। লাল রঙের পোশাকে এদিন রেড কার্পেট মাতালেন সদা হাস্যময়ী দীপিকা।
এর আগে, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড থেকে শুরু করে মেক্সিকোতেও সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী। বৃহস্পতিবার দীপিকা ও ভিন ডিজেল মুম্বাইয়ে আসতে চলেছেন। এখানে সিনেমার প্রচার চালাবেন তারা। গোটা বিশ্বে মুক্তির সাতদিন আগে ভারতে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। দীপিকা আশাবাদী, তার সিনেমাটি ভারতীয় সমর্থকদের মন জয় করতে পারবে।