ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-১২ ১১:৫০:১০


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে আজ শনিবার ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে বিকেল ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি পালন করা হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক এতে সভাপতিত্ব করবেন।

কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচিতে যোগ দেবেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ অনেকেই।

এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। আজ দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত রুটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

এনজে