[caption id="attachment_35817" align="alignright" width="477"] ফাইল ছবি[/caption]
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি জোরদার হবে। তবে ট্রাম্প বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রে পরিণত হবে দেশটির ওয়াশিংটন সিটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, ট্রাম্প বিরোধী প্রধান বিক্ষোভটি হবে প্রেসিডেন্টের অভিষেকের পরদিন সকাল ১০ টায়। 'উইমেন মার্চ অন ওয়াশিংটন' শিরোনামে এ বিক্ষোভে উপস্থিত থাকবেন কেটি পেরি, জুলিয়ান মুর, চের ও স্কারলেট জনসনের মত প্রথম সারির সেলিব্রেটিরাও।
তবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে এ বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি একেবারে যে নিশ্চিত- এমনটি নয়। বিশেষ করে মধ্য জানুয়ারিতে দেশটিতে প্রায়ই তুষারপাত ও প্রচন্ড শীতের কারণে আবহাওয়া বৈরি থাকে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এক লাখ ৯০ হাজারের মত মানুষ জানান, তারা ওই বিক্ষোভে অংশ নেবেন। আর দুই লাখ ৫০ হাজার মানুষ ট্রাম্পের অভিষেক উপলক্ষে এ বিক্ষোভে অংশ নিতে আগ্রহী নয়।