রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শুক্রবার সকাল থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। শনিবার সকালে তাপমাত্রা হ্রাস পেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বিগত ২৪ ঘণ্টায় রাজশাহী ও পাশ্ববর্তী এলাকায় অস্বাভাবিক শীতের কারণে জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় ও উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সূর্যের আলো ফুটে উঠলেও তাতে তাপ নেই।
কৃষি কাজসহ স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় জরুরি কাজ ব্যতীত জনসাধারণ বাড়ির বাইরে বের হচ্ছে না। রাস্তা-ঘাট, প্রকাশ্য স্থানে, হাট-বাজার, বাস টার্মিনাল এলাকায় জনসমাগম একদম কম।
আবহাওয়া অফিস সূত্রে আরও বলা হয়, চলতি মৌসুমের মধ্যে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপ মাত্রা ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে নগরীতে শীত বস্ত্রের ব্যবসা রমরমা।
সমতলের বাসিন্দার চেয়ে রাজশাহীর চর এলাকায় ও বস্তিবাসীদের মধ্যে শীতের প্রকোপে করুণ অবস্থা বলে জানা যায়।
শীতের কারণে নগরীর দিন-মজুর, রিকশাচালক, ট্রাফিক পুলিশ ও কৃষি মজুরদের দুর্দশা সৃষ্টি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে কাশি, জ্বর, হাঁপানি ও ঠান্ডাজনিত অন্যান্য রুগীর সমাগম বৃদ্ধি পেয়েছে।
শীতের প্রকোপ অব্যাহত থাকলে গরীব মানুষের ও কৃষিজীবীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আলু, মরিচ, ইরি-বরো ধান উৎপাদন ও মৎস্য চাষ বিঘ্নিত হবে।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থা শীতপীড়িত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে।