দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-১৫ ১৬:০৪:৫৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৩৮ বারে ৪ লাখ ৭৩ হাজার ৩৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩০ বারে ৬ লাখ ৩০ হাজার ৬৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮২ বারে ৩ লাখ ২৫ হাজার ৯০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–এস্কয়ার নিটের ৮.৩০ শতাংশ, এসএস স্টিলের ৭.৬৯ শতাংশ, মিঠুন নিটিংয়ের ৭.৪৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৭২ শতাংশ, এমবি ফার্মার ৬.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৩৬ শতাংশ এবং ডমিনোজ স্টিল বিল্ডিংয়ের ৬.৩১ শতাংশ কমেছে।

 

এসকেএস