দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-১৬ ১৫:৪১:২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯০৮ বারে ২৪ লাখ ৬৬ হাজার ৭২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৫০ বারে ৪ লাখ ১৮ হাজার ৮১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০২ বারে ২১ লাখ ৪৩ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৪৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬.২২ শতাংশ, বারাকা পতেঙ্গার ৫.০০ শতাংশ, ডরিন পাওয়ারের ৪.৫৫ শতাংশ, এস্কয়ার নিটের ৩.৮১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













