আজাকাল কত কিছুই তো ভাইরাল হয় ইন্টারনেটে। যদিও সব কিছু সবার নজরেও তেমন পড়ে না। তবে গত বছরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া বহু ছবি বেশ কিছু মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। যেমন পাকিস্তানের সেই নীল চোখের চা বিক্রেতা বা নেপালের সেই সুন্দরী তরকারিওয়ালি। নতুন বছরেও এমন ছবি ভাইরাল হল ইন্টারনেটে।
নতুন বছরে প্রথম ইন্টারনেটে ঝড় তোলা ছবিটি একটি সুন্দরী মেয়ের। তবে তার সৌন্দর্য রাতারাতি তাকে নেটদুনিয়ায় বিখ্যাত করে তোলেনি। বরং তার ভাইরাল হয়ে যাওয়া ছবিটি দেখে প্রশ্ন জাগছে তার পা কয়টি?আপাতদৃষ্টিতে ছবিটি দেখে মনে হচ্ছে তরুণীর পায়ের সংখ্যা বোধ হয় তিনটি। আর এই তিন পেয়ে তরুণীকে দেখেই অবাক নেটদুনিয়া। এমন আশ্চর্য ছবির দিকে প্রায় মিনিট খানেক তাকিয়ে থাকলে বোঝা যায়, আসলে তরুণীর পা দুটোই। তবে ছবি তোলার সময় তিনি কেবল মাটির ফুলদানি সঙ্গে নিয়েছেন। যাকে দেখে হুবহু তৃতীয় পায়ের মতো মনে হচ্ছে।