ফ্লোরিডায় পুলিশের গুলিতে নিহত ২, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-১৯ ০৯:২৭:৪৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বিশ্ববিদ্যালয়ে ডেপুটি শেরিফের ছেলের গুলিতে দু’জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের নাম পরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী নন এবং দু’জনই পুরুষ।
এ বিষয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি পুলিশের প্রধান জেসন ট্রামবাওয়ের এ কথা জানান। আহতদের হাসপাতালে ভর্তির কথা জানালেও তাদের পরিচয় জানাননি তিনি। সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী ফিনিক্স আইকনারের মা লিওন কাউন্টি শেরিফের ডেপুটি। আটকের সময় তার কাছে মায়ের ব্যবহৃত হ্যান্ডগান পাওয়া গেছে।
হামলায় আইকনার একাই জড়িত বলে ধারণা পুলিশের। কী উদ্দেশ্যে এ হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পাওয়া হ্যান্ডগানটি আইকনারের মাকে প্রথমে বাহিনী থেকেই দেওয়া হয়েছিল, পরে তিনি সেটি কিনে নিলে তা তাঁর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয় বলে জানায় পুলিশ। বিবিসি।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













