শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
জ্বর ও সর্দি নিরাময়ে কলা
প্রকাশিত - অক্টোবর ২৫, ২০১৫ ১০:০০ পিএম
বছর জুড়ে যে ফলটি কম দামে পাওয়া যায় তা হচ্ছে কলা। কলায় রয়েছে, পানি, প্রোটিন, আমিষ, শর্করা, ভিটামিন, পটাশিয়াম, আঁশ, খনিজ লবণসহ আরও অনেক খাদ্য উপাদান। সুলভ এই ফলটি সাধারণত জ্বর ও সর্দি তাড়াতে উপকারী ভূমিকা রাখতে পারে বলে নতুন এক গবেষণায় পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ কলায় ব্যানানা লেকটিন বা ব্যানলেক নামে একধরনের প্রোটিন খুঁজে পেয়েছেন যা বিভিন্ন জীবানুবাহী ভাইরাস প্রতিরোধে করে। এমনকি এইচআইভি(HIV) ভাইরাস যাতে কোষে ঢুকতে না পারে তাতে বাধা প্রদান করে।
ইবোলা, হেপাটাইটিস সি, সার্স এবং এইচআইভির মত ভয়াবহ রোগের চিকিৎসাতে কলা হয়তো ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে বলে গবেষকরা আশাবাদী।
সানবিডি/ঢাকা/রাঅা
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.