বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
শিবির সন্দেহে চবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ!
প্রকাশিত - জানুয়ারী ১৭, ২০১৭ ৬:৩২ পিএম
শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিদারুল ইসলাম (২৩) নামে এক ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে। দিদার বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র ।
জানা গেছে, দিদার তার দ্বিতীয় বর্ষের মার্কশিট হারিয়ে যাওয়ায় পুনরায় মার্কশিট নেয়ার জন্য আবেদন করতে এ এফ রহমান হলে আসে। এ সময় ছাত্রলীগ কর্মী আজাদ, কাউসারসহ আরো কয়েকজন নেতাকর্মী তাকে দেখে চিহ্নিত করতে পারে সে শিবিরের একজন কর্মী। পরে তারা দিদারকে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডিকে খবর দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর এসে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন বলেন, দিদার নামে এক শিক্ষার্থীকে শিবির কর্মী সন্দেহে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বলেন, তাকে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.