
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩৪ বারে ১১ লাখ ২৯ হাজার ৯৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৮ বারে ৯ লাখ ৯ হাজার ৪৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬ বারে ১ লাখ ২ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–মাগুরা মাল্টিপ্লেক্স ৬.৮১ শতাংশ, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড ৬.৭৪ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৬৭ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৬.১৭ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্স ৬.০১ শতাংশ, উসমানিয়া গ্লাস ৫.৭২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্স ৫.৬৬ শতাংশ দর কমেছে।
এসকেএস