রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
ইইউ’র আংশিক সদস্য হবে না যুক্তরাজ্য: থেরেসা মে
প্রকাশিত - জানুয়ারী ১৭, ২০১৭ ৬:৪৩ পিএম
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগ করলে যুক্তরাজ্য সংগঠনটির আংশিক সদস্য হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে বহুল প্রত্যাশিত বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী থেরেসা মে অন্যান্য দেশকে তাদের সঙ্গে ‘যতটা সম্ভব মুক্ত বাণিজ্য’ করার প্রস্তাব দেবেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ‘অর্ধেক ভেতরে, অর্ধেক বাইরে’- এমন অবস্থায় থাকবে না যুক্তরাজ্য।
তার বক্তেব্যে বোঝা যাচ্ছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের একক বাজারে আর থাকছে না। প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদা বাণিজ্য চুক্তি করতে চায় তারা।
ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যে আলোচনা হবে, তার কিছু দিক প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার।
তবে মার্চ মাসের শেষ নাগাদ ব্রেক্সিট বাস্তবায়নে জোর প্রচেষ্টা শুরু হবে বলে জানিয়েছে তারা।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.