সম্প্রতি এক পরিসংখ্যানে উঠে এসেছে যুক্তরাজ্যে পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে নটিংহামশ্যায়ারের বিস্টন শহর।
শহরটির মোট জনসংখ্যা মাত্র ৩৭ হাজার। পরিসংখ্যানে দেখা যায় ব্রিস্টন শহরের ২ দশমিক ৫৪ শতাংশ নাগরিক পরকীয়ায় জড়িত। জরিপে ব্রিস্টনে ৯৪১ পরকীয়া প্রেমের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় অবস্থানে আছে স্কটল্যান্ডের লিভিংস্টোন শহরটি। আর তৃতীয় অবস্থানে আছে মেইডেনহেড শহরটি।
পরকীয়া সম্পর্কের ব্যাপারে মনোবিজ্ঞানী লুসি রেডফোর্ড বলেন, ব্রিস্টনের মতো ছোট শহরগুলোতে পরকীয়া সম্পর্ক জড়িয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে। প্রায়ই দেখা যায়, কিছু স্বামী-স্ত্রীর সম্পর্কে আন্তরিকতা নেই তবুও তারা সামাজিক ও পরিপারবারিক মর্যাদা নষ্ট হওয়া ভয়ে বিচ্ছেদ করতে পারে না। আবার তারা যৌন সম্পর্ক ত্যাগও করতে চায় না। তখনই তারা অনৈতিক কর্মকাণ্ড বা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
সানবিডি/ঢাকা/রাআ