তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মুশফিক
প্রকাশ: ২০১৭-০১-১৮ ১৭:০২:৩৯

Bangladesh's Mushfiqur Rahim is checked by New Zealand's Tom Latham (L), Tim Southee (C) and Neil Wagner (R) after Rahim was hit in the head during day five of the first international Test cricket match between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on January 16, 2017. / AFP / Marty Melville (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের ৫ম দিনে ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম। কয়েকটি ইনজুরি গুরুতর না হলেও বৃদ্ধাঙ্গুলির চোটই তাকে ছিটকে দিয়েছে অন্তত তিন সপ্তাহের জন্য।
টেস্টের শেষ দিনে ব্যাটিংয়ের সময় ঘাড়ে আঘাত পান টেস্ট দলপতি। সেই আঘাত নিয়ে অবশ্য কোনো আশঙ্কা নেই।
দলের ফিজিও ডিন কনওয়ে জানান, ‘তার আঙুলের ব্যাথাটাই বেশি মারাত্মক। আঙুলে চিড় দেখা দেয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
নিউজিল্যান্ডের চিকিৎসকরা তাকে তিন-চার সপ্তাহ খেলার জন্য নিষেধ করেছেন। কনওয়ে বলেন, মুশফিককে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
ক্রাইস্টচার্চে মুশফিক খেলতে না পারলে অভিষেক হতে পারে উইকেট রক্ষক নুরুল হাসানের। ক্রিকইনফো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












