আলোচনায় শাহজিবাজার পাওয়ার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৪-২৩ ২৩:৫৪:৪৬


টানা দর পতন চলছে দেশের পুঁজিবাজারে। প্রতিদিনই বেশিরভাগ শেয়ারের দরপতনে কমছে লেনদেন। তবে পুঁজিবাজারের এমন পতনেও আলো ছড়াচ্ছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। বুধবার (২৩এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। গত কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধিরও শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি।

শাহজিবাজার পাওয়ারের অর্ধবার্ষিক রিপোর্ট অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা। চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩৮ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৮ পয়সা।

এসময়ে (জুলাই-২৪-ডিসেম্বর-২৪) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা ছিল ২৮ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৫ কোটি ৮৩ লাখ ৯১ হাজার টাকা। গত বছরের চেয়ে প্রায় ৩৭ কোটি ৩৬ লাখ টাকা কম মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

আলোচ্য সময়ে মোট মুনাফা হয়েছে ৬৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার। গত বছরের একই সময়ে মোট মুনাফা ছিল ১১৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ গতবছরের তুলনায় মোট মুনাফা কমে গেছে প্রায় ৫৬ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা।
এতো পরিমাণ মুনাফা কমে যাওয়ার পেছনে রয়েছে সুদজনিত ব্যয় বৃদ্ধি পাওয়া ও গত বছরের তুলণায় পরিচালণ মুনাফা প্রায় অর্ধেকে নেমে যাওয়া। গত বছর যেখানে কোম্পানিটির ১১০ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা পরিচালন মুনাফা ছিল সেখানে আলোচ্য সময়ে পরিচালন মুনাফা হয়েছে ৫৫ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা। ৬ কোটি ৪৭ লাখ টাকার বাড়তি সুদজনিত ব্যয়। তবে বিগত বছরের চেয়ে অ-পরিচালন মুনাফা বেড়েছে প্রায় ৩ কোটি ৬২ লাখ টাকা।