দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২৪ ১৫:৫১:০০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৯ বারে ৩১ লাখ ৯০ হাজার ৪০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩১ বারে ১০ হাজার ৬০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৫ বারে ৭ লাখ ২২ হাজার ২২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – পাওয়ার গ্রীডের ৩.৯৮ শতাংশ, সোনালী পেপারের ২.৭০ শতাংশ, এনআরবি ব্যাংকের ২.২৫ শতাংশ, মার্কেন্টােইল ইন্স্যুরেন্সের ২.০৮ শতাংশ, এসইএমএল লিক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.০৪ শতাংশ, ডরিন পাওয়ারের ১.৯৮ শতাংশ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ১. ৯২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













