পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০৪-২৪ ২০:০০:২৯


দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার কারনে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল।

গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত-পাকিন্তান সম্পর্কে। ওই হামলায় ২৬ জনের প্রাণহানির খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এর জেরে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি, তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কাও করছেন অনেকে।

বিএইচ