প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ সভা ২৩ সেপ্টেম্বর

আপডেট: ২০১৫-০৯-২১ ১৬:২৫:৪৭


Premier_Cementপ্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার। ওইদিন  আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ  লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপুরোটাই নগদ লভ্যাংশ।

আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৪ টাকা ৭৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ২৮ টাকা ৬২ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।