ইরানের বন্দরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২৭ ১০:০২:২৩


ইরানের অন্যতম বন্দরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৭৫০ জন। শনিবার (২৬ এপ্রিল) দেশটির রাজধানী তেহরান থেকে ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহিদ রাজয়ি বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহিদ রাজয়িতে কন্টেইনারে রাসায়নিক পদার্থ ও তরলের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি ইরানের সংবাদসংস্থা ইলনাকে বলেছেন, বিস্ফোরণের কারণ কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিকও বিস্ফোরিত হয়।

জাফরি বলেন, আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের শঙ্কা তুলে ধরেছিলেন।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দরের এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কনটেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ‘পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখতে’ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

এম জি