চেয়ারম্যানের পদত্যাগের গুজবে বাড়ল ১০২ পয়েন্ট, কী হবে আজ!
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৪-২৮ ০৯:৪৬:৫৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের খবরে ১০২ পয়েন্ট বেড়েছে। তবে এটি ছিলো পুরোটাই গুজব। তবে আজকে বাজারে কী হবে সেই শঙ্কায় পুঁজিবাজারের বিনিয়োগকারী ও স্টেইকহোল্ডাররা।
সপ্তাহের প্রথম কার্যদিবস ২৭ এপ্রিল (রোববার) সূচকের ব্যাপক পতনে লেনদেন শুরু হয়। লেনদেনের একপর্যায়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সর্বোচ্চ ৫৫ পয়েন্ট পর্যন্ত কমে যায়। তবে এর মধ্যে পুঁজিবাজার একটি গুজব ছড়িয়ে পড়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ করেছে। এর পর থেকে বাজার বাড়তে শুরু করে। রাশেদ মাকসুদ পদত্যাগ করছে এমন খবরে উচ্ছ্বসিত সাধারণ বিনিয়োগকারীরা। যার ইতিবাচক প্রভাব পড়েছে রোববারের লেনদেনে। সকালে ৫৫ পয়েন্ট পর্যন্ত কমে যাওয়া বাজারে এক সময় ৪৫ পয়েন্ট বেড়ে যায়। দিন শেষে সমন্বয় হয়ে প্রধান সূচকে যোগ হয়েছে ২২ পয়েন্ট। সেই সঙ্গে অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পদত্যাগের গুজব দিয়ে বাজার বাড়িয়ে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজকে (সোমবার) বাজার কী ঘটবে সেই শঙ্কা কাজ করছে।
পুঁজিবাজারের দীর্ঘ পতনে দিশেহারা স্টেইকহোল্ডার ও বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ খন্দকারের রাশেদ মাকসুদকে দিয়ে বিনিয়োগকারীদের উপর স্টিম রুলার চালাচ্ছে সরকার। একজনকে সুযোগ দিতে গিয়ে সরকার কেন লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্থ করা হচ্ছে।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুঁজিবাজারে কিছুটা গতি ফিরে। ফলে বাজারে যুক্ত হয় নতুন বিনিয়োগকারী। পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারীদেরও অনেকে সক্রিয় হতে শুরু করেছিল। কিন্তু নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গতি হারায় পুঁজিবাজার।
বিনিয়োগকারীদের অভিযোগ, পুঁজিবাজারের বিষয়ে কোন ধারনা নেই নতুন কমিশনের। একই সাথে সব পর্যায়ের লোকদের সাথে ‘দুর্ব্যবহারের’ করে চেয়ারম্যান। এমন কী তার ঘরের লোকদেরও এই অভিযোগ। ফলে আস্থা হারাতে শুরু করে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। তাদের বক্তব্য বিএসইসির চেয়ারম্যান তার ঘর ঠিক করতে পারে না। সেখানে বাজার কিভাবে ঠিক করবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












