ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দরপতনের শীর্ষে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। আজ শেয়ারটির ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ দর কমেছে। এদিন এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দরপতন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫ বারে ১৬ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির ৪ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৭১ শতাংশ দর কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৬৮ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৬ হাজার ১৫ বারে ৫৫ লাখ ৬৯ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি অটোকারস লিমিটেডের ৪ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ১১ শতাংশ দর কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক, রহিমা ফুড, আইসিবি ১ম এনআরবি, সিনোবাংলা, ইস্টার্ন লুব্রিকেন্টস, অগ্রণী ইন্সুরেন্স ও বিবিএস।