এবার একই মঞ্চে শাহরুখ-সালমান-সানি
প্রকাশ: ২০১৭-০১-২২ ১৮:৩২:৩০

শাহরুখ খান ও সালমান খান বলিউডের ‘করণ-অর্জুন’ জুটি নামেই পরিচিত। মাঝে খারাপ গেলেও বর্তমানে তাদের বন্ধুত্বটাও বেশ ভাল যাচ্ছে। সম্পর্ক ঠিকঠাক হওয়ার পর এই দুই তারকা তাদের নিজেদের ছবির প্রচার করে বলিউডপাড়ায় তাদের বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন।
সেটার রেশ যে এখনও চলছে তার প্রমাণ দিতেই গত ২০ জানুয়ারি সালমান খান তার রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১০’-এর সেটে আমন্ত্রণ জানান শাহরুখ খান ও সানি লিওনকে। তারা এসেছিলেন ‘রইস’ ছবির প্রচারের জন্য। এই পর্বটি আগামী সপ্তাহে প্রচার হবে।
জানা যায়, শো এর সবশেষে এই দুই সুপারস্টারের মাঝে হাজির হবেন সানি লিওন। তিনি ‘রইস’ ছবিতে ‘লায়লা ম্যায় লায়লা’ নামের একটি আইটেম গানে অংশ নিয়েছেন। সানি লিওনের এই আইটেম গানটি মুক্তি পাওয়ার পরপরই মিউজিক টপচার্টে জায়গা দখল করে নিয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













