দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২৮ ১৫:৫৮:৪২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৫ বারে ৪ লাখ ১২ হাজার ৬৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬১১ বারে ৮০ লাখ ৪৩ হাজার ৮৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি ইমপ্লয় প্রভিডেন্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১৭ শতাংশ। ফান্ডটি ৪ বারে ২১ হাজার ২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ, শেফার্ডের ৩.৮৯ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩.৮৯ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩.৪৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.২৪ শতাংশ, জিকিউ বলপেনের ৩.২২ শতাংশ ও ইবিএল বিআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












