মানুষের মানসিক বিকৃতি অনেক বেড়ে গেছে। আর তার মূলে রয়েছে কিছু নষ্ট মানুষ। এদের বিকৃত চিন্তা ভাবনার শিকার হচ্ছে নারীরা। এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে সুইডেনের আপসালা শহরে। সেখানে ফেসবুক লাইভেই এক নারীকে গণধর্ষণ করে তিন যুবক।
প্রতিদিনের মতোই ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন দেখছিলেন সবাই। এক যুবকের ফেসবুক লাইভের সম্প্রচার দেখে চোখ কপালে উঠলো।
লাইভ ভিডিওতে দেখা যায়, ২১ থেকে ২৫ বছর বয়সী তিন যুবক মোবাইলের ক্যামেরার সামনে উদ্দাম নাচানাচি করছে। হঠাৎ দেখা গেল এক নারীকে টেনে-হিঁচড়ে, মুখ চেপে একটি ফ্ল্যাটের মধ্যে নিয়ে যায় তারা।
যুবকদের একজন বলে ওঠল, 'এখন তোমাকে ধর্ষণ করা হবে। ' কথাটা বলতে না বলতেই ওই নারীর জামাকাপড় টেনে ছিঁড়ে দেয় তিন যুবক। হঠাৎ বন্ধ হয়ে যায় ভিডিও সম্প্রচার। মিনিট কয়েক পর ফের শুরু হল লাইভ ভিডিও। ফেসবুক লাইভেই তাকে গণধর্ষণ করল তিন যুবক।
পুলিশ জানিয়েছে, ভিডিওটি ফেসবুক সম্প্রচারের পর পরই ওই তিন দুর্বৃত্তকে আটক করা হয়। পুলিশের ধারণা, ওই তিন যুবক মানসিক বিকারগ্রস্ত। নয়তো এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে!