জেলার শৈলকুপার শ্রীরামপুর নামক স্থানে বালিবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে কাভার্ডভ্যানের চালক ডালিম হোসেন (৩৫), ট্রাকের ড্রাইভার মনিপুরের আব্দুর রহমান (৪০)। আহত হয়েছেন হেলপার হাসান ও কবির নামে ট্রাক হেলপার।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এস আই) গোকুল চন্দ্র অধিকারী বাংলামেইলকে জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার শ্রীরামপুর নামকস্থানে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালিবোঝাই ট্রাকের চাকা নষ্ট হওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী আফিল এগ্রো লিমিটেডের একটি কাভার্ডভ্যান ওই ট্রাকটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ বালিবোঝাই ট্রাকের ভিতরে ঢুকে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই বালিবোঝাই ট্রাকের চালক আব্দুর রহমান ও কাভার্ডভ্যানের চালক ডালিম হোসেন নিহত হন। আহত হয়েছেন বালিবোঝাই ট্রাকের হেলপার হাসান ও কাভার্ডভ্যানের হেলপার কবির হোসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারুপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার মর্গে পাঠিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস