বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
রংপুরে ব্যবসায়ী হত্যায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ
প্রকাশিত - জানুয়ারী ২৫, ২০১৭ ৬:৪৭ পিএম
রংপুরে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- রংপুরের পীরগছা উপজেলার ইছহাক আলীর ছেলে সিরাজুল ইসলাম, একই উপজেলার রামপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে জুয়েল মিয়া, একই এলাকার আব্দুল জলিলের ছেলে সুজন মিয়া ও বগুড়ার মাটিডালি এলাকার জোবেদ আলীর ছেলে শাহীন মিয়া।
জানা গেছে, পীরগাছা উপজেলার বড়পানশিয়া গ্রামের আমির হোসেনের ছেলে স্টুডিও ব্যবসায়ী চুন্নু মিয়াকে ২০১২ সালের ২৩ আগস্ট রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান আসামি জুয়েল। পরদিন সকালে মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ গড়ালচৌকি এলাকায় চুন্নু মিয়ার লাশ পাওয়া যায়।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.