সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-০৩ ১১:১০:৩২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক ডিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.৮০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৬ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১১.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এমারেন্ড ওয়েলের ১৩.৯৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ১৩.৬৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১২.৯০ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ১২.২১ শতাংশ, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ১২.১৫ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ১১.১১ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ১০.৭৫ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












