বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
শাহবাগে পুলিশের পিটুনিতে দুই সাংবাদিক আহত
প্রকাশিত - জানুয়ারী ২৬, ২০১৭ ৭:৪২ পিএম
রাজধানীর শাহবাগে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে পুলিশ পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলীম। আজ দুপুর পৌনে দুইটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক এহসান বিন দিদার জানান, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের সংবাদ কাভার করার জন্য তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় শাহবাগ থানার এএসআই এরশাদ মণ্ডলের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য তাদের ওপর হামলা চালায়। কি কারণে হামলা চালিয়েছিল তা তারা বুঝতে পারেননি।
হামলায় ক্যামেরাম্যানের চোখের ওপরের অংশ কেটে গেছে। ক্যামেরা ভেঙে গেছে। রিপোর্টারের হাত এবং পা ভেঙে গেছে। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কিভাবে ঘটনার সূত্রপাত হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। পাশেই পু|লিশের একটি ভিডিও ক্যামেরা ছিল। সেখানকার ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের কেউ জড়িত থাকলে অবশ্যই এর বিচার হবে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.