
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬৬ বারে ১১ হাজার ৯৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেকিট বেনকিজারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪১ বারে ১ লাখ ৬৩ হাজার ৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শাহজালাল ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৩ বারে ৩ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– পিপলস লিজিং ৪.৩৫ শতাংশ, জাহিন টেক্সটাইল ৪.২৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ৪.২১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স ৩.৮৫ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ার ৩.৮২ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৩.৭৮ শতাংশ এবং সোশ্যাল ইসলামীব্যাংকলিমিটেড ৩.৪৯ শতাংশ দর কমেছে।
এসকেএস