৪৮ টিম নিয়ে ‘ওল্ড ঢাকা চ্যাম্পিয়নস লীগ’ শুরু ৯ মে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-০৪ ১৬:০২:৫৭

অপেক্ষার পালা শেষ করে ৪৮ টিম নিয়ে শুরু হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট ‘ওল্ড ঢাকা চ্যাম্পিয়নস লীগ – ২০২৫’ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৯ মে) রাজধানীর বংশালের ‘বাংলাদেশ মাঠ’ এ কাজিরবাগ স্পার্টান্স এবং সুরিটোলা থান্ডার্স এর খেলার মধ্য দিয়ে এ খেলার উদ্বোধন হবে।
খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্টের আয়োজনে থাকছে ‘ওল্ড ঢাকা ক্রিকেট কমিউনিটি’ নামক একটি সংগঠন। সংগঠনটি ২০২৩ সালের ২৬ আগস্ট থেকে পুরান ঢাকার মাঠ ও ক্রিকেট নিয়ে কাজ করে আসছে।
সার্বিক তত্ত্বাবধানে থাকবেন টুর্নামেন্টের প্রেসিডেন্ট নাজমুল হোসেন অপু এবং সেক্রেটারি এইচ.আর সাগর।
এ টুর্নামেন্টে অংশ নেওয়া জনপ্রিয় দলগুলো হলো: বংশাল থেকে ওল্ড ঢাকা ১১, কামরাঙ্গীর চর থেকে উদিয়মান ক্রিকেট ক্লাব, গোলাপবাগ থেকে স্পার্টান ওয়ারিয়র্স, হাজারীবাগ থেকে ব্লাক চিতাহ ক্রিকেট টিম, লালবাগ থেকে ফিউরিয়াস ১১, পলাশি থেকে ফিয়ারলেস ফাইটার্স।
এছাড়াও মাদারিপুর, ভোলা, নারায়নগঞ্জ ও শরীয়তপুর থেকে বেশ কিছু টিম অংশ নিচ্ছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












