তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০৫-০৫ ২০:০৫:৪০

তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতে কিছুক্ষণের জন্য ভবনগুলোকে কেঁপে ওঠে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (৫ মে) এই ভূমিকম্পের পর দ্বীপের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া প্রশাসন জানিয়েছে, প্রায় ৩০ কিলোমিটার সমুদ্র উপকূলে অবস্থিত এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬.৬ কিলোমিটার।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ২০ মিনিটের মধ্যে পাঁচটি ছোট ভূমিকম্প অনুভূত হয়।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













