রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-০৬ ০৯:৩৮:২০


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, হামলার জেরে নিরাপত্তার স্বার্থে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল, তবে পরে তা আবার চালু করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টানা দ্বিতীয় রাতের মতো রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার কথা জানাল। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতারাতি ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন সামাজিক মাধ্যমে বলেছেন, শহরের দিকে বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, ধ্বংসাবশেষ শহরে প্রবেশের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেন এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়া ওই রাতেই খারকিভ শহরসহ কিয়েভ অঞ্চলেও ড্রোন হামলা চালিয়েছে।

মস্কো ছাড়াও পেনজা ও ভোরোনেজসহ অন্যান্য রুশ শহরের গভর্নররাও জানিয়েছেন, মঙ্গলবার রাতেও তাদের শহরগুলো ড্রোন হামলার শিকার হয়েছিল।

এনজে