‘সঠিক গল্পে সিনেমা নির্মাণ করতে হবে’
প্রকাশ: ২০১৭-০১-২৮ ১৩:১৭:৩৫
তরুণ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, আমাদের গল্পের অভাব নেই। সঠিকভাবে সেই গল্প নির্বাচন করতে হবে এবং তা দিয়ে সৃজনশীল সিনেমা নির্মাণ করতে হবে। তবেই সিনেমা চলবে।
শনিবার সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে আয়োজিত ‘চলচ্চিত্র কোথায় দাঁড়িয়ে’ শিরোনামের শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‘আয়নাবাজি’ খ্যাত এ নির্মাতা আরও বলেন, চলচ্চিত্র সৃজনশীলতার বহিঃপ্রকাশ। আগে চলচ্চিত্রের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। একসময় অনেক গুণী নির্মাতাকে আমরা পেয়েছি যারা এখনো সাফল্যের সঙ্গে কাজ করছেন। এখন নতুন প্রজন্মকেও এগিয়ে আসতে হবে।
সামিয়া রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন নির্মাতা আমজাদ হোসেন, পরিচালক সমিতির সভাপতি বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ওমর সানি, এক সময়ের জনপ্রিয় অভিনেতা ফারুক খান, নির্মাতা কাজী হায়াৎ, ছটকু আহমেদসহ অনেকে।