নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রতি বিএনপির অাস্থা নেই জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আজ শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, যে সার্চ কমিটি গঠিত হয়েছে, তারা কী করবেন, এটা সম্পর্কে আমাদের ধারণা প্রায় স্পষ্ট। সেজন্যে আমরা পার্টি হিসেবে নতুন করে কোনো আশা দেখতে পারছি না। এখন জনগনের আশা-আকাংখার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন, তাহলে আমরা মনে করব দলীয় সংকীর্ণতার উর্ধেব উঠে তারা কাজ করবেন। জানি না, তারা পারবেন কিনা। আমরা খুব বেশি আশা করছি না।
নবগঠিত জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে মির্জা ফখরুল সকালে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আমিরুল ইসলাম আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব দলের নতুন কমিটির মোর্ত্তাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, দক্ষিনের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির বিষয়ে দলের আপত্তির কথা উল্লখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছে যে, রাজনৈতিক সংকট করতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবার জন্যে একটি নিরপেক্ষ সার্চ কমিটি সত্যিকার অর্থেই নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে গঠন করা হবে। কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়ায় জানিয়েছি যে, দুর্ভাগ্যভাবে সার্চ কমিটির যারা সদস্য হয়েছেন, তারা প্রায় সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে, সে সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করেছি। এতে দেশের জনগনের আশা-আকাংখা পুরণ হয়নি।
‘আমরা বলেছি, এই সার্চ কমিটি যে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, সেক্ষেত্রে আমাদের আশা নাই। এতে আমরা আহত হযেছি, আমরা কিছুটা ক্ষুব্ধ।
জাতিসংঘসহ ঢাকায় অবস্থারত কুটনীতিদের উদ্যোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব কলেন, সার্চ কমিটি গঠনের আগে হলেও হতো। এখন কতটুকু কার্যকর হবে, আগাম আমি কিছু বলতে পারি না।তবে এতোটুক বলতে পারি, অতীতে জাতিসংঘের উদ্যোগ সফল হয়নি।
দীর্ঘ ৭ বছর পর গত ১৭ জানুয়ারি নিবর-টুকুর নেতৃত্বে ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি, মহানগর দক্ষিন ও উত্তরের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি।
সানবিডি/ঢাকা/