

পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। পুঁজিবাজারে এমন দরপতনে বিনিয়োগকারীদেরে চলছে নাভিশ্বাস। অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব গ্রহণ ও বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদ আসার পর থেকেই পুঁজিবাজারে শুরু হয়েছে অচলাবস্থা।
বর্তমান চেয়ারম্যানের অযোগ্যতায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা। দিশেহারা বিনিয়োগকারীরা বিএসইসির বর্তমান চেয়ারম্যানের অপসারণ ও পুঁজিবাজারে সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। গত ৭ জানুয়ারী পুঁজিবাজারের সংকট সমাধানে বাজার অংশীজনদের সংঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানও এসেছিলেন সিকিউরিটি এসক্সচেঞ্জ কমিশনে। সেখানে তিনি বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।
এবার পুঁজিবাজারে নজর দিয়েছেন প্রধান উপদেষ্টা। পুঁজিবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে নিজেই সভা আহ্বান করেছেন। আগামী ১১ ই মে রবিবার বেলা ১২ টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থ উপদেষ্টা, অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ বিএসইসির চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পুঁজিবাজারের বর্তমান অবস্থায় প্রধান উপদেষ্টার এই সভা আহ্বান বিশেষ গুরুত্ব বহন করে। এতে পুঁজিবাজার নিয়ে সরকারের সদিচ্ছাই প্রতিফলিত হচ্ছে। পুঁজবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার সরাসরি অংশগ্রহণ বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার করেছে।