যুদ্ধের উত্তাপে একদিনে সূচক কমলো ১৪৯ পয়েন্ট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৫-০৭ ১৪:৫৫:৪৬


বাংলাদেশের পুঁজিবাজারে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বিশাল পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯ টির, দর কমেছে ৩৮৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫ টির।

ডিএসইতে ৫১৬ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ২৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৫ পয়েন্টে।

সিএসইতে ২০০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১ টির দর বেড়েছে, কমেছে ৯৭ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস