
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৩ বারে ৬১ হাজার ৭৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারীর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ৬২২ বারে ৬৫ লাখ ৮৩ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬৬ বারে ৩ লাখ ২৮ হাজার ৯৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–সোনারগাঁও টেক্সটাইলের ৯.৮৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৯.৮৫ শতাংশ, এস আলম কোল্ড রোলের ৯.৮৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৭৭ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৯.৭৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৬৪ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৯.৬০ শতাংশ কমেছে।
এসকেএস