ভারতের ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-০৮ ০৯:৫৯:৪১


ভারত-পাকিস্তান চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় ভারতের ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি কছে পাকিস্তান। বৃহস্পতিবার সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর গুজরানওয়ালা ক্যান্টনমেন্ট এলাকায় মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে একটি ভারতীয় ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, ড্রোনটি অনেক উচ্চতায় উড়ছিল যখন এটি পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। তখনই গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিক সিগন্যাল দেয় এবং ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি উচ্চমাত্রায় উড়ে গুজরানওয়ালার দিকে অগ্রসর হচ্ছিল, তখনই সেটিকে থামিয়ে দেওয়া হয়। ড্রোন ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ গুজরাট জেলার ডিঙ্গা গ্রামের কাছে পড়ে।

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ধ্বংসাবশেষের খবর পাওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে গুজরাট জেলার পীর ঝান্ডা গ্রামের একটি মাঠ থেকে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। পরবর্তীতে সেটিকে ফরেনসিক পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে যাতে ড্রোনটির মডেল ও উত্স নির্ধারণ করা যায়।

তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।

এনজে