লাহোরে ২ ড্রোন গুলি করে ভূপাতিত করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-০৮ ১২:০৯:২০


পাকিস্তানের পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন দেশটির লাহোর শহরের আকাশে বৃহস্পতিবার (৮ মে) দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে । পরিচয় গোপন রাখার শর্তে তিনি এই তথ্য দিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে। পাকিস্তানে ভারতের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার একদিন পরেই এই ঘটনা ঘটলো।

ভূপাতিত করা ড্রোন দুটি কী ধরনের ছিল বা সেগুলো কোথা থেকে এসেছিল, সে বিষয়ে কিছু জানাননি ওই পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, আমরা এগুলোর বৈশিষ্ট্য খতিয়ে দেখছি এবং এসব কোথা থেকে এসেছে ও কার মালিকানাধীন, সেটি বের করার চেষ্টা চলছে।

ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১৩ মাইল দূরে অবস্থিত লাহোর শহরে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বাস। সূত্রের ভাষ্য অনুযায়ী, ড্রোনগুলো একটি জ্যামিং ব্যবস্থার আওতায় চলে এসেছিল—যার ফলে ড্রোনগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে এবং সেগুলো পড়ে যায়।

এই দাবিগুলোর সত্যতা সিএনএন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এনজে