দর পতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-০৮ ১৫:৩৯:১১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৮৭ বারে ২৫ হাজার ৩২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ২০৫ বারে ১ লাখ ৩৩ হাজার ২১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নর্দান জুটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৪৫ বারে ২ হাজার ৮৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রেনউইক যজ্ঞেশ্বরের ২.৩৫ শতাংশ, জাহিন টেক্সটাইলের ২.২৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২.২৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ১.৯৬ শতাংশ, বারাকা পাওয়ারের ১.৫৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১.১১ শতাংশ এবং রেকিট বেনকিজারের ০.০১ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












