পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিসেম্বর শেষ হওয়া গত ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ১৭ পয়সা।
আজ শনিবার কোম্পানির পর্ষদ সভায় এ তথ্য জানানো হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৯২ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৭৯ টাকা ৬৬ পয়সা।
সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ৬৭ পয়সা। গতবার ছিল ৮ টাকা ৫৪ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস