ভেনাসকে হারিয়ে সেরেনার ইতিহাস
প্রকাশ: ২০১৭-০১-২৮ ১৭:০০:৫৬

পারলেন না ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা অধরাই থাকল তার। বড় বোন ভেনাসকে সরাসরি সেটে হারিয়ে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।
স্টেফি গ্রাফকে ছাড়িয়ে টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এখন এককভাবে সেরেনার। সামনে থাকলেন কেবল সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্ট।
শনিবার মেলবোর্নে ভেনাসকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠাটাও নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের ৩৫ বছর বয়সি এই তারকা।
দুই উইলিয়ামস বোন এবার নিয়ে নবমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন, ২০০৯ উইম্বলডনের পর প্রথম। আগের আটবারের ছয়বারই বড় বোন ভেনাসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ছোট বোন সেরেনা।
শনিবার মেলবোর্ন কোর্টে অবশ্য শুরু থেকেই দুই বোনের লড়াইটা হচ্ছিল সেয়ানে সেয়ানে। প্রথম চার গেমেই দুজন দুজনের সার্ভিস ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন। তৃতীয়বার সার্ভিস ব্রেক করার পর অবশ্য আর সুযোগটা হাতছাড়া করেননি সেরেনা, প্রথম সেটটা জিতে নেন ৬-৪ গেমে।
দ্বিতীয় সেটেও লড়াইটা জমজমাট হচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্কোরলাইন অবশ্য একই, সেরেনা দ্বিতীয় সেটও জেতেন ৬-৪ গেমে। তাতেই নিশ্চিত হয় সেরেনার সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা, গড়েন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












