দেশে স্থায়ী হচ্ছেন অগ্নিলা

প্রকাশ: ২০১৭-০১-২৮ ১৭:৩৭:৫৪


Agnilaআসা যাওয়ার মধ্যে অভিনয়। এতদিন এই ছিল অগ্নিলা ইকবালের কাজের সিডিউল। কানাডা থেকে বাংলাদেশে বেড়াতে আসলে বিশেষ নাটকগুলোতেই কেবল তাকে দেখা যেত। দর্শক মহল থেকে এ নিয়ে অভিযোগ ছিল। কিন্ত পড়াশোনাকে প্রাধান্য দেওয়ার জন্য টরেন্টোতে বাসা বেধেঁছিলেন তিনি। তবে এখন থেকে স্থায়ীভাবে দেশে থেকে নিয়মিত নাটকে অভিনয় করবেন।

অগ্নিলা বলেন, নিয়মিত হলেও আমার কাজ হবে সিলেক্টিব। ভালো গল্প, এক নম্বরে অগ্রাধিকার পাবে। এতদিন শুধু বিশেষ দিবসগুলোতে অভিনয় করে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি। নিয়মিত নাটকে অভিনয় করে ভালোবাসার মাত্রা আরো বাড়াতে চাই।

অগ্নিলা কানাডা থেকে দেশে এসেছেন মাস কয়েক আগে। তখন থেকেই নিয়মিত কাজের প্রস্তাব পেয়ে আসছেন। পছন্দমত গল্প না হওয়ায় এতদিন কারো সাথে চুক্তিবদ্ধ হননি। তবে আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে সম্প্রতি দুটি নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নির্মাণ করবেন রেদওয়ান রনি এবং আশফাক নিপুণ। নাটকগুলোর শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। বিষয়টি শুক্রবার সকালে অগ্নিলাই নিশ্চিত করেছেন।

পরিচালক আশফাক নিপুণ বলেন, আমার নাটকে নাম এখানো চূড়ান্ত হয়নি। গল্পটি রুমান্টিক। প্রধান চরিত্র তিনটি। একজন ছেলে দুজন মেয়ে। এরমধ্যে তাহসান ও অগ্নিলার নাম চূড়ান্ত করেছি। বাকি আরেকজন দুই একদিনের মধ্যে চূড়ান্ত করবো।’

রেদওয়ান রনি’র নাটকের নাম প্রথম দেখায় হৃদয়ের স্পন্দন। এ সম্পর্কে অগ্নিলা বলেন, ‘এই নাটকের গল্প আমি পড়িনি, তবে থিমটি তরুণ প্রজন্মকে টার্গেট করে চিন্তা করা হয়েছে। মূলগল্পটি এর ওপর বেস করে তৈরি হবে। আমার মনে হয় এটি অনেক ভালো একটা কাজ হবে।’

এই নাটকের জন্য দর্শকের কাছে গল্প চেয়ে রনি একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। আর তাতে মডেল হয়েছেন অগ্নিলা। শুক্রবার থেকে দেশের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে।

এদিকে ২৮ জানুয়ারি, অগ্নিলার জন্মদিন। দিনটির পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,‘বরাবরই ঘরোয়া পরিবেশে সাদামাটাভাবে জন্মদিন পালন করি। এবারও তার ব্যতিক্রম হবে না। নাবিলসহ (স্বামী) পরিবারের সবার সাথেই কাটবে দিনটি। সবার কাছে দোয়া চাই যেন সবসময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে খুব সুন্দর এক জীবন উপহার দিয়েছেন।’

জন্মদিনে সেরা উপহার প্রসঙ্গে অগ্নিলা বলেন,‘তখন আমি কানাডায়। হঠাৎ ডাকযোগে আমার প্রিয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সবগুলো সিনেমার ডিভিডি পেলাম। আমি অনেক অনেক খুশি হয়েছিলাম সেদিন। আর এই উপহার পাঠিয়েছিলো আমারই স্বামী নাবিল। ’

অগ্নিলা কানাডার ‘ইউনিভার্সিটি অব টরেন্টো’ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন। ওইখানকার বাঙালি কমিউনিটির কাছে তিনি প্রিয়াংকা নামে পরিচিত। টিভি নাটকে অগ্নিলার অভিষেক গিয়াস উদ্দিন সেলিম রচিত ও আবু সাইয়ীদ পরিচালিত স্বপ্নসকট নাটকের মাধ্যমে। এতে অগ্নিলা আবুল হায়াত ও শর্মিলী আহমেদ’র সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বিপ্রতীপ নাটকে অভিনয় করে অগ্নিলা আলোচনায় আসেন।